বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২১:১১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের টেন্টের সামনে থেকে ছাত্রদল কর্মীর খাবারের দোকান সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে এ দোকান সরিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় দোকানের মালিক ফয়জুল ইসলাম অমি ও রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, সদস্য ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা বিভিন্ন সংবাদে খাবারের দোকান বসানোর বিষয়টি খেয়াল করি। সেখানে ছাত্রদলেরও নাম আসে। চারুকলা বিভাগের ওই শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে দোকান দিয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলেছে এটা লাইব্রেরির অংশ। তাই দোকানটি সেখান থেকে সরিয়ে দিয়েছি।’
খোঁজ নিয়ে জানা
যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়জুল ইসলাম
(অমি) সেখানে দোকানটি বসিয়েছিলেন। ফয়জুল ছাত্রদলের একজন কর্মী। সে বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমানের (সোহাগ) অনুসারী। এ বিষয়ে গত বৃহস্পতিবার
প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনা সৃষ্টি
হয়। অনুমতি না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও দোকানটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।