শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৭:২৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৭:৩০ পিএম
সাংবাদিকদের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১টায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. গোলাম সারোয়ার, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন সহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিচয় পর্ব এবং নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত উপাচার্যকে স্বাগত জানিয়ে তাদের বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
তারা বর্তমান উপাচার্যকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসনের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে এ বিশ্ববিদ্যালয়কে ঘিরে শাহজাদপুরের সর্বস্তরের জনগণের প্রত্যাশার কথা স্মরণে রেখে দুর্নীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয় গড়তে নবনিযুক্ত উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।