× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে নতুন সাত মুখ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে নতুন সাত মুখ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনে হল প্রাধ্যক্ষ, হাউস টিউটর, সহকারী প্রক্টর পদে মোট সাতজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমানের সই করা আলাদা আলাদা অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। এ ছাড়া একই হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং গণিত বিভাগের প্রভাষক মাহিনুর আক্তার। 

এ ছাড়া প্রক্টরিয়াল বডিতে অন্তর্ভুক্ত চার সহকারী প্রক্টর হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ। 

তারা প্রত্যেকে তাদের পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা