× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে ‘অভিযোগ কমিটি’ গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৭ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম

রাবিতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে ‘অভিযোগ কমিটি’ গঠন

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় সিন্ডিকেটের ৫৩৩তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়।

নব গঠিত এ কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন সভাপতি এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন সদস্য-সচিবের দায়িত্ব পেয়েছেন।

৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে অন্যান্যরা হলেন, রাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক রুস্তম উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি ও অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি।

অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক দিল আরা হোসেন বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি স্কুল কলেজেও যৌন হয়রানির অভিযোগ আসছে। বিগত দিনে আমার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (ক্লাস শুরুর দিন) প্রোগ্রামই এ নীতিমালাগুলো জানিয়েছি। এখন এই সেলে কী ধরনের অভিযোগ জমা পড়েছিল এবং কী অবস্থায় আছে আমি ভালো জানি না। জমা পড়া অভিযোগগুলো তদন্ত করব। আমরা দেখব কোন অভিযোগগুলো গ্রহণযোগ্য। কাউকে আমরা অসম্মানিত না করে বরং দোষীদের আইনগত পদ্ধতিতে শাস্তির আওতায় আনব।’

এছাড়াও বিগত দিনগুলোর মতো শুধু তদন্ত কমিটিতে সীমাবদ্ধ না থেকে কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের অকার্যকর যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেল পুনর্গঠনের দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শিগগিরই নতুন কমিটি গঠনের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা