বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫১ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে নির্ধারিত সময়ে উপস্থিতির পাশাপাশি অবস্থান ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের দপ্তরে পাঠানোর জন্য অফিস প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের অফিস খোলা থাকাকালীন নির্ধারিত সময়ে (সকাল ৮টা ৩০ থেকে বেলা ৩টা ৩০ পর্যন্ত) অফিসে উপস্থিত হওয়া ও কর্তব্য কাজ শেষে অফিস ত্যাগের ক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস প্রধানগণ তাদের স্ব স্ব আওতাধীন জনবলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের নামের দৈনিক তালিকা প্রস্তুতপূর্বক উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দপ্তরে বেলা ১১টার মধ্যে প্রেরণ করার জন্য সব অফিস প্রধানকে অনুরোধ করা হলো।