× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দাবিতে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮ পিএম

ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। প্রবা ফটো

ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। প্রবা ফটো

ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা চট্টগ্রাম কলেজে অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ, শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনো স্থাপনার নামকরণ, হল সংস্কার, পতিত স্বৈরাচারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ শাখার সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, ‘শহীদদের আত্মত্যাগের কারণে আমরা আজ একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশে বাঁচতে পারছি। শহীদদের ত্যাগ আমাদের অঙ্গীকারে শক্তি জোগায় এবং তাদের আদর্শ আমাদের পথ প্রদর্শন করে। তাদের স্মৃতি আমাদের সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের রক্তভেজা এই বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত হবে, কোনো বৈষম্য থাকবে না।’

তিনি বলেন, ‘আমরা একটি নিরাপদ, নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করে যাচ্ছি, যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার মানোন্নয়ন হবে, এটাই আমাদের মূল লক্ষ্য।’

শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেছিলাম জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, যা আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা পাঁচটি দাবি উত্থাপন করেছি। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের এ অবস্থান কর্মসূচি।’

এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের সমসাময়িক বিষয় নিয়েও সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা