প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৪ পিএম
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় আন্দোলনের মুখে বাতিল হওয়া কয়েকটি বিষয়ের অব্যয়িত ফি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, এইচএসসি-২০২৪ এর স্থগিত পরীক্ষাসমূহ গত ২০ আগস্ট বাতিল করা হয়েছে। যেসব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ছাড়া অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্র প্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা অর্থ পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ ৪০ টাকা, কেন্দ্র কর্তৃক ৪৫ টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্র ফি বাবদ গ্রহণ করা অর্থের ১০ শতাংশ রেখে বাকি টাকা কেন্দ্রকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন সাড়ে ১৪ লাখ। পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল। বাকিগুলো হওয়ার আগেই স্থগিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষাও হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরুর কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামলে অন্তর্বর্তী সরকার পরীক্ষার সময় আরও দুই সপ্তাহ পিছিয়ে এবং নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত ২০ আগস্ট কয়েকশ পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে সেদিনই সরকার তাদের দাবি মেনে নেয়।