× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৬ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের হলে ওঠা ও ক্যাম্পাসে আসার প্রতিবাদ জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেন। জানা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত দুজন শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। তীব্র ক্ষোভ থেকে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

চলতি বছরের মার্চে বুয়েট ক্যাম্পাসে মধ্যরাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ শীর্ষ নেতাদের প্রবেশ ও জনসমাগমের ঘটানায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেখানে অভিযুক্ত শিক্ষার্থীরা হলে ওঠার প্রতিবাদেই এ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল তাদের শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে জানিয়ে এ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন অভিযুক্তরা। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা