প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩১ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৫ এএম
সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন শিক্ষক।
সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।
এর মধ্যে অর্থনীতির ৬০, আরবির ১৩, ইসলামী শিক্ষার ১৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২, ইংরেজির ৭০, ইতিহাসের ৩৯, উদ্ভিদবিদ্যার ১৯, কৃষিবিজ্ঞানের ৫, গার্হস্থ্য অর্থনীতির ৬, নার্সারির ১, গণিতের ৫২, দর্শনের ৯৯, পদার্থবিদ্যার ৫১, পালির ১, পরিসংখ্যানের ২, প্রাণিবিদ্যার ৪৮, বাংলার ৩০, ব্যবস্থাপনার ৪৬, ভূগোলের ১৩, মনোবিজ্ঞানের ৭, রসায়নের ৩৬, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯, সমাজকল্যাণের ১১, সমাজবিজ্ঞানের ৫, সংস্কৃতের ৮, হিসাবজ্ঞিানের ৬২ জন।
এ ছাড়া টিচার্স ট্রেনিং কলেজগুলোয় টিটিসি (ইসলামি আদর্শ) ৪, টিটিসি (ইংরেজি) ৩, টিটিসি (ইতিহাস) ২, টিটিসি (গাইডেন্স, কাউন্সেলিং) ৩, টিটিসি (গণিত) ৫, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞাান) ২, টিটিসি (প্রফেশনাল ইথিকস) ২, টিটিসি (ভূগোল) ৩, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) ১, টিটিসি (বিজ্ঞান) ১, টিটিসি (শিক্ষা) ৪ জন রয়েছেন।
সবশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জন।