× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৮ পিএম

শেখ গিয়াস উদ্দিন

শেখ গিয়াস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাপন শাখা (কর্মকর্তা) আবদুল হালিম এর সই করা এক অফিস আদেশে এতথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এতে আরও বলা হয়েছে, এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক কার্যভারভাতা ও পদের অন্যান্য  সুবিধা ভোগ করবেন।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেন। এরপর ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আইনবহির্ভূতভাবে ডেপুটি রেজিস্টার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা