× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে : জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৮ পিএম

প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে যোগদানপত্রে সই করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রবা ফটো

প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে যোগদানপত্রে সই করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রবা ফটো

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিচালিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজ কর্মস্থলে যোগদানকালে এ কথা বলেন। 

উপাচার্য বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি সকলকে, ইচ্ছা কোনো অন্যায্য কাজ করব না। তবে মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আমার কাছে এসে ভুলত্রুটি ধরিয়ে দিবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের জন্য বিগত একমাস ধরে যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানায়।

উপাচার্য আরও বলেন, আমাদের সকল কাজের মূল হল ছাত্র ছাত্রী। তাই সকল কিছুর উর্ধ্বে আমরা ছাত্রদের স্বার্থকেই যেন স্থান দিই। একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা সবার চেষ্টা করবো।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জুলাই বিপ্লবের শহীদ সকল ছাত্র জনতাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন, তাদের প্রত্যাশা ছিলো একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সাথে নিয়ে আসরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবো। 

এর আগে সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে সকাল থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা