বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে সাত সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে সংঘটিত ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদুল ইসলাম, একেএম নূর আলম সিদ্দিকীকে সদস্য করা হয়েছে।
বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। চোর সন্দেহে তাকে হলের প্রধান ভবন ও বর্ধিত ভবনের অতিথি কক্ষে কয়েক দফা পেটানো হয়। পরে থানায় নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।