প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫১ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০ পিএম
ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরে একজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে অনতিবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব ঘটনা মানবাধিকারের মৌলিক নীতিগুলোর প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে।
আবু বাকের মজুমদার বলেন, ১৫ বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের যে নজির দেখা গেছে, তা আমাদের সমাজের বিচারব্যবস্থা ও আইনের শাসনের গুরুতর অভাবকে প্রতিফলিত করে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য ছাত্র-জনতার অভ্যুত্থান জরুরি ছিল এবং নতুন বাংলাদেশে আইন ও মানবাধিকারের শাসন প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।