বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৯ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:২২ এএম
ছাত্রলীগ নেতা শামীম। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক৷
এর আগে শামীমকে ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় শামীম হামলার ঘটনায় নিজের অংশগ্রহণ ও ঘটনাস্থলে হামলাকারীদের সঙ্গে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবালের উপস্থিত থাকার কথা স্বীকার করেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের মারধরে অসুস্থ হওয়ায় প্রাথমিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।