× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাই : নবনিযুক্ত জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৩ পিএম

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ফাইল ফটো

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’ বা শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন।

প্রতিদিনের বাংলাদেশকে নবনিযুক্ত জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সঙ্গে নিয়ে এই সুযোগটা কাজে লাগাতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাই।

নবনিযুক্ত উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দীর্ঘদিনের দাবি ছিল। যারা এর জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এ দায়িত্ব তারা দিয়েছেন। আমরা সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব এবং  এ বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলব।

অধ্যাপক ড. মো. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব রুলস রেজুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে তিনিই প্রথম বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগের ঘোষণা দেন। যদিও তার পদত্যাগপত্র কয়েক দিন পর গৃহীত হয়। সেই সময় থেকেই বিশ্ববিদ্যালয়টি অভিভাবকহীন ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা