× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবিতে দ্রুত উপাচার্য নিয়োগ না হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম

বেরোবিতে দ্রুত উপাচার্য নিয়োগ না হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুরের প্রবেশমুখ মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে পূর্বনির্ধারিত ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেন তারা। এসময় দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি জানান বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। অন্যথায় আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি হবে ‘মার্চ টু ঢাকা’।

দুইবার আল্টিমেটাম দেওয়ার পরও ভিসি নিয়োগ না দেওয়ায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম প্রতিনিধি শামসুর রহমান সুমন বলেন, ভিসি নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছে। এরপরও দ্রুত উপাচার্য না দিলে আমরা ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাব। এরপরও যদি ভিসি না পাই, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে ‘মার্চ টু ঢাকা’।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন, ‘দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করা অতি জরুরি। বাংলাদেশের জন্মের পর থেকেই রংপুর অঞ্চলের প্রতি যে বৈষম্য তা দূরীকরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই আজকের আমাদের এই কর্মসূচি।’

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদূর জামান বাপ্পি প্রশ্ন তোলেন, ‘আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন, তিনি কখনো বৈষম্য চাননি, বৈষম্য ঠেকানোর জন্য জীবন দিয়েছেন। তারপরও আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ে এত বৈষম্য কেন? এর কোনো জবাব নাই। এই জবাব নেওয়ার জন্য অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন না দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বস্ত না করছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, ‘ভিসি না থাকলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল থাকে না। অভিভাবকহীন অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের দাবির সঙ্গে আমরা পুরোপুরি একমত।’

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হবে বলেও আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা