বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হযরত মোহাম্মদ এর জীবন ও কর্ম, শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদাসহ নানা বিষয়ে আলোচনা করেন প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল্লা হেল বাকী এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. মাওলানা মাহমুদুল হাসান ইউসুফ। এছাড়া হাম-নাত ও উর্দু গজল পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে, সকাল ১০টার দিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে শিক্ষার্থীদের জন্য হযরত মোহাম্মদ এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আয়োজক কমিটির প্রধান প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মানছুরুল হক বলেন, উপাচার্য মহোদয় আমাকে বললেন যে শিক্ষামন্ত্রনালয় থেকে ইদ-ই-মিলাদুন্নবী পালনের কথা জাননিয়েছে, আপনি একটা প্রোগ্রানের আয়োজন করেন। আমি যতটুকু সম্ভব আমার শিক্ষার্থীসহ অনেকের সহযোগিতায় এই মহান দিনটি সবাইকে স্মরণ করিয়ে দেওয়া এবং এর থেকে শিক্ষাগ্রহণ করার জন্য প্রোগ্রামটার আয়োজন করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে শৃঙ্খলিত করে। পারিবারিকভাবে আমার কিছুটা হলেও ধর্মীয় দীক্ষা পাওয়ার সুযোগ হয়েছে। আমাদের নবী পেটে পাথর বেঁধে ইসলাম প্রচারের কাজ করেছেন। সেই মহামানব সম্পর্কে আমাদের সবার জানা প্রয়োজন।