× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ সরকারি কলেজের অধ্যক্ষ পদে রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৯ পিএম

২১ সরকারি কলেজের অধ্যক্ষ পদে রদবদল

দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। রাজধানীর ইডেন, সরকারি তিতুমীর, শহীদ সোহরাওয়ার্দী, কবি নজরুল, বদরুন্নেসা কলেজসহ দেশের ২১টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে সরকার। বদলি এবং ওএসডি করা হয়েছে অনেক প্রভাবশালী শিক্ষককেও।

সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজগুলোতে নতুন অধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, তিতুমীর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল ও উপাধ্যক্ষ পদে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পদে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়কে। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক ড. শামছুন নাহার, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ পদে ইডেন মহিলা কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমান, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে টাঙ্গাইল সা’দাত কলেজের অধ্যাপক তামান্না বেগম, সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. কামরুল হাসান, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ পদে ওএসডি থাকা অধ্যাপক মো. শহীদুজ্জামান, যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে ওএসডি থাকা অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান, খুলনার ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে সাতক্ষীরা তালা সরকারি কলেজের অধ্যক্ষ শেখ মো. হুমায়ুন কবীর, সরকারি সা’দাত কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক মো. মনিরুজ্জামান মিয়া, রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে ওএসডি থাকা অধ্যাপক ড. খান মো. মাইনুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনারুল হক প্রাং, দিনাজপুর কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক আবুল কালাম মো. আল আবদুল্লাহ, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ পদে একই কলেজের উপাধ্যক্ষ এসএম আবদুল হালি, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজে অধ্যাপক মো. আমিনুল ইসলাম, বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পদে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মো. আবুল বাসার ভূঞা, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ পদে বগুড়ার শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ কেএম আমিনুল হক, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে ফেনী সরকারি কলেজের অধ্যাপক মুহাম্মদ মঞ্জুরুর রহমানকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এনসিটিবির পরিচালক মো. খোরশেদ আলমকে সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।

ওএসডি হলেন যারা

শহীদ সোহরাওয়ার্দী কলেজের বর্তমান অধ্যক্ষ মো. মোহসিন কবীর, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আমেনা বেগম, আরএমএম কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল হক খান, বিএম কলেজের অধ্যক্ষ ড. মো. আমিনুল হক, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়াকে ওএসডি করা হয়েছে।

বদলি হলেন যারা

এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. শাহেদুল খবিরকে ফেনী সরকারি কলেজে, সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম আমিরুল ইসলামকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে, আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মণ্ডলকে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে, সা’দাত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দীকে টাঙ্গাইলের আশেক মাহমুদ কলেজে, রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেককে রংপুর কারমাইকেল কলেজে, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিককে পাবনা এডওয়ার্ড কলেজে, কারমাইকেল কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈকে ঝিনাইদহের কেশবচন্দ্র সরকারি কলেজে, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ রমা সাহাকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেলকে সিরাজগঞ্জ সরকারি কলেজে, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল করিমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসকে চাঁদপুর সরকারি কলেজে, মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরাকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুব সরফরাজকে জয়পুরহাট সরকারি কলেজে, নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল বাসেতকে গুরুদয়াল কলেজে, তোলারাম কলেজের উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদককে সুনামগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা