বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১ পিএম
অধ্যাপক মো. মিজানুর রহমান। ফাইল ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান। তিনি সাবেক রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হুদা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়,
বিশ্ববিদ্যালয় আইনের ১১ (১০) ধারা মোতাবেক কৃষিবিদ মো. হুমায়ুন কবীরকে রেজিস্ট্রার
দপ্তর থেকে শারীরিক শিক্ষা দপ্তরে পরিচালক পদে বদলি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমানকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
হিসেবে নিয়োগ দেওয়া হলো।
মো. হুমায়ুন কবীর ২০১১ সাল থেকে প্রায় সাড়ে আট বছর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালের ৭ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।