প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম
প্রফেসর মোহাম্মদ নোমান।
বরেণ্য শিক্ষাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ নোমানের ২৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনটি উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত।
এদিকে প্রফেসর নোমান স্মৃতি ফাউন্ডেশন দিবসটি পালন উপলক্ষে আজ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’সহ বহু পুরস্কারে ভূষিত মরহুম নোমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া করার জন্য তার অগণিত ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।