× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউজিসির চেয়ারম্যানসহ ৫ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩১ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)। নিয়োগ পাওয়ার পরই তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ববিদ্যালয়েটির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, খুলনা প্রকৌল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (কুয়েট) বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়টির অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে উপাচার্য হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউজিসির চেয়ারম্যান নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ভিসিদের নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ভিসিকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি উপাচার্য ও ইউসিজির চেয়ারম্যানকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে না থাকা এবং নানাভাবে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের পদধারীদের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টসহ বিভিন্ন দপ্তরপ্রধানরা। কিছু কিছু দায়িত্বশীলরা নিজ থেকেও পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিকভাবে অচলাবস্থা বিরাজ করছে। এই অচলাবস্থা কাটাতে দ্রুত এসব নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপাচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা