বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫ পিএম
ডিনস কমিটির সিদ্ধান্ত মোতাবেক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়ার এক দিনের মাথায় অব্যাহতি নিলেন অধ্যাপক ড. মো. মোর্শেদ হোসেন।
সোমবার (২ সেপ্টম্বর) ড. মোর্শেদ হোসেন
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র পাঠান
বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন
ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ।
তবে এ প্রসঙ্গে কথা
বলতে ড. মোর্শেদের সঙ্গে
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি
কোনো সাড়া দেননি।
গত ২৯ আগস্ট মাধ্যমিক
ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ডিনস কাউন্সিল ও
প্রয়োজন সাপেক্ষে বিভাগীয় প্রধানদের অনুমোদনক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম
পরিচালনার দায়িত্ব অর্পণের নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতে
গত রবিবার বেরোবির ডিনস কমিটি সামাজিক
বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি
বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ
হোসেনকে এই দায়িত্ব অর্পণ
করে। এর এক দিনের
মাথায়ই অব্যাহতি নেন তিনি।