রাজশাহী অফিস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২১ পিএম
মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
অবশেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রুয়েটের শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করে আসছিলেন।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কারণ দেখিয়ে ভিসি পদত্যাগপত্র জমা দিয়েছেন। যার একটি কপি তিনি পেয়েছেন। এখন রুয়েটে কার্যক্রম স্বাভাবিক রাখতে ডিনদের থেকে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করতে পারেন। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
তার বিরুদ্ধে অভিযোগ- তিনি একাধিক কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি প্রদান করেন। এসব নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্তদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার এই এক বছর শাসনামলে রুয়েটের নানা টেন্ডারে অনিয়ম হয়।
গত বছর ১৩ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েটে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ডুয়েট সিন্ডিকেটের সদস্য ছিলেন।