বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২২:৩১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ২২:৩৯ পিএম
উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের পদত্যাগ চায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষকের একাংশ। তারা বিভিন্ন অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগ চাচ্ছেন। পদত্যাগের বিষয়ে গত ২৫ আগস্ট প্রথমবারের মতো সরব হন শিক্ষকরা। এরপর ২৭ আগস্ট প্রেস কনফারেন্স আয়োজন করেন তারা। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও অসঙ্গতির অভিযোগ উল্লেখ করে উপাচার্যের পদত্যাগ দাবি করেন। গতকাল শুক্রবার শিক্ষকদের ওই অংশের পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে সম্মিলিত বিবৃতি দেওয়া হয়।
যেসব শিক্ষক উপাচার্যের পদত্যাগ চান তারা হলেন- ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জুলহাস উদ্দিন, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মো. মামুন কবীর, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মমিনুল আলম (ডালিম), ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী, গণিত ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. কাওসারুল ইসলাম প্রমুখ।
শিক্ষকদের সম্মিলিত বিবৃতিতে উপাচার্যের অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ, স্বৈরাচারিতা এবং নানাবিধ অপতৎপরতা নিয়ে ১২টি অভিযোগ ও দাবি তুলে ধরা হয়।
এর আগে ২৫ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের পদত্যাগ করাতে যারা ‘ষড়যন্ত্র’ করছেন তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর উপাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ আগস্ট শিক্ষার্থী-শিক্ষকদের মতবিনিময় সভা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে ওই মতবিনিময় সভায় উপাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করা হয়।