প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১৭:৪৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২০:৩৪ পিএম
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে শিক্ষা সচিব শেখ আব্দুর রশীদ বলেন, আজ মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক মাকসুদ কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিসহ পদধারীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে না থাকা এবং নানাভাবে হয়রানি করা।
নতুন উপাচার্য নিয়াজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর করার পর তিনি ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।
১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস, সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান।
অধ্যাপক নিয়াজ সর্বশেষ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ উপাচার্য ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।