বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৫:৩৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৯:২০ পিএম
শনিবার টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। ছবি : ভিডিও থেকে নেওয়া।
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ‘গণত্রাণ’ কর্মসূচির মাধ্যমে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন টিএসসিতে আসছেন তাদের সাধ্যের সবটুকু পৌঁছে দিতে।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে টিএসসির ফটকে তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়। সরেজমিনে দেখা যায়, গত ২ দিনের থেকে আজও টিএসসিতে ত্রাণ দাতাদের সমাগম। রাজধানীর সর্বস্তরের জনগণ ত্রাণ নিয়ে গাড়িতে করে, সিএনজি, রিকশায় করে যে যেভাবে পারছেন টিএসসিতে আসছেন। অনেকে আসছেন নগদ টাকার বান্ডেল হাতে। টিএসসিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। তারা দাতাদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে টিএসসির অভ্যন্তরে জড়ো করছেন। টিএসসির ভেতরের গেমস রুম, ক্যাফেটেরিয়া, মসজিদ ভর্তি হয়ে যাওয়ায় বারান্দায় জড়ো করতে হচ্ছে ত্রাণের জিনিসপত্র।
বন্যার্তদের সহায়তায় টিএসসিতে গণত্রাণ কর্মসূচি।
টিএসসি মোড়ে যাওয়ার আগে চারদিকের রাস্তায়ই দেখা যায় প্রাইভেট গাড়ি ও রিকশার ভিড়। একটু এগিয়ে গেলে দেখা যায়, টিএসসির গেইট দিয়ে প্রবেশের জন্য তৈরি হয়েছে গাড়ি- রিকশার লাইন। সেই লাইনের তৈরি হয়েছে জ্যাম। সারি সারি গাড়ি আর রিকশায় নিয়ে আসা হয়েছে বন্যার্তদের জন্য নানা সামগ্রী। কেউ খাবার, কেউ জামা-কাপড় আবার কেউ নগদ অর্থ। এই উপহার সামগ্রী সংগ্রহ করতে স্বেচ্ছাসেবকরা রীতিমতো হিমসিম খাচ্ছে।
জ্যাম ঠেলে ত্রাণ নিয়ে টিএসসির গেটে পৌঁছালে সেখানে গাড়ির থেকেই ত্রাণ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা। টিএসসির মেইন গেট পর্যন্ত নিয়ে যাওয়ার পর লাইন ধরে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণের জিনিসপত্র। সেখান থেকে এক হাত থেকে অন্য হাত হয়ে টিএসসির ভেতরে পৌঁছায়। সেখানে ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, শিশুদের কাপড় আলাদা করা হচ্ছে, পাশাপাশি খাবারের মধ্যে শিশুদের খাবার আর বড়দের খাবারও আলাদা করা হচ্ছে। মেইন গেটের বাইরে রয়েছে নগদ টাকা সংগ্রহের বুথ। সেখানেও লম্বা লাইন ধরে দাঁড়িয়ে টাকা দিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এই কর্মসূচি চলে রাত আটটা পর্যন্ত। কর্মসূচি চলে রাত আটটা পর্যন্ত।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে একদিনে টিএসসির নগদ অর্থ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং মাধ্যম মিলিয়ে ১ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার ১৯৬ টাকা জমা পড়েছে। যার মধ্যে শুধু নগদ অর্থই জমা পড়ে ১ কোটি ৮ লক্ষ ২৩ হাজার ৯ শত ৪৭ টাকা।
নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা গতকাল যে পরিমাণ ত্রাণসামগ্রী টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন, তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে। দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়েও অংশ নেন বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী। পরে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে দূর্গত এলাকায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার ভোরে ফেসবুক লাইভে বলেছেন, দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ চলবে। এতে মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। এটা জাতীয় ঐক্যের প্রতীক। দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন। এ টাকা খরচের পর সংগৃহীত টাকার হিসাব দেওয়া হবে।
গত বৃহস্পতিবার থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। প্রথমদিনে (বৃহস্পতিবার) সকাল থেকে রাত পর্যন্ত ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা জমা হয়।