বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ২০:২২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ২১:০৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন
করেছেন শিক্ষার্থীরা। নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে
নিহত একরামুল হক সাজিদের নামে ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’ নামকরণ করে ব্যানার ঝুলিয়ে
দিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা ‘শহীদ সাজিদ একাডেমিক
ভবন’ লেখা নামফলকের ব্যানার লাগিয়ে দেয়।
এর আগে একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’
রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরীর কাছে একটি
আবেদনপত্র জমা দেয় তারা।
আবেদনপত্রে বলা হয়েছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের
পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা শহীদ ইকরামুল হকের
(সাজিদ) স্মৃতি রক্ষার্থে নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে ‘শহীদ সাজিদ একাডেমিক
ভবন’ করার জন্য দাবি জানাচ্ছি।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা বলেন,
মূলত শহীদ একরামুল হক সাজিদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকেই জবির সাধারণ
শিক্ষার্থীরা ভবনের নামকরণ করেছে। যাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদসহ জবির
সাজিদ ভাইয়ের এই আত্মত্যাগের কথা যুগ যুগ ধরে স্মরণ করে ছাত্র-জনতা।
এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের
দাবিটা যৌক্তিক। তবে ভবনের নাম পরিবর্তন করতে একটা নিয়মের ভেতর দিয়ে যেতে হবে। বিষয়টি
সিন্ডিকেটের মাধ্যমে পাস করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা চলাকালে গত ৪ আগস্ট মিরপুর এলাকায়
গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা (২০১৮-১৯
শিক্ষাবর্ষের) বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল হক সাজিদ। মাথার পেছন থেকে বুলেটটি তার
চোখের পেছনে আটকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। বুধবার ২টা ১৫ মিনিটের দিকে সাজিদ মৃত্যুবরণ
করেন।