বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৭:২৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৮:৩৪ পিএম
অধ্যাপক ড. সৌমিত্র শেখর। প্রবা ফটো
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর। একটি সূত্র নিশ্চিত করেছে, উপাচার্যের দায়িত্ব ছেড়ে তিনি পূর্বের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেছেন।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি।