বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৬:৩২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৭:২২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী একরামুল হক সাজিদ মারা গেছেন।
বুধবার (১৪ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪ আগস্ট থেকে সাজিদ সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে মৃত্যুবরণ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে শোকাহত।
জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাজিদ মাথায় গুলিবিদ্ধ হন। একটি গুলি তার মাথার পেছনে লাগে। বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।