বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৬:৪২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৮:০৯ পিএম
নাজমুস সাকিব সাদী। ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের ছাত্রলীগের ব্লকের একটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র, হাতুড়ি ও মদের বোতল উদ্ধার করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকালে সাড়ে দশটায় হলের শিক্ষার্থীরা কক্ষ পরিবর্তনের সময় ৩০৩ নম্বর কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়।
ঐ কক্ষটি দুজনের জন্য বরাদ্দ থাকলেও শাখা ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব সাদী একাই দখল করে রেখেছিলেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী।
এ বিষয়ে অভিযুক্ত নাজমুস সাকিব সাদী বলেন, ‘জিনিসগুলোকে সংগ্রহ করা আমার শখ ছিল তাই কক্ষে রেখেছিলাম। সহিংসতায় এটা ব্যবহার করিনি। হাতুড়িটাও আমার নিজের প্রয়োজনে রেখেছিলাম। মদের বোতল পানি খাওয়ার জন্য ব্যবহার করতাম।’
জাবি ছাত্রলীগ নেতার কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রবা ফটো
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা জোরপূর্বক বেশ কয়েকটি কক্ষ দখল করে দুজনের কক্ষে একজন করে থাকত। অনেকেই একাধিক রুম ব্যবহার করত। এখনও বেশ কয়েকটি রুমের তালা মারা আছে, সেগুলোতেও অস্ত্র ও মাদক পাওয়ার সম্ভাবনা রয়েছে। হল প্রশাসনকে জানিয়েছি অতি দ্রুতই কক্ষগুলোর তালা ভেঙে দেখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, হলের ভারপ্রাপ্ত প্রাধাক্ষ অধ্যাপক মো. মাহবুবুল মোর্শেদ। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যে কক্ষগুলো বাকি রয়েছে সেগুলোও ভালোভাবে চেক করা হবে। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক ব্লকের সবগুলো কক্ষে সাধারণ শিক্ষার্থীদের উঠিয়ে দেওয়া হবে। কোনো ধরনের ব্লক থাকবে না।’