× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষক নাসির উদ্দিনের চাকরি পুনর্বহাল করল প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৮:০৮ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৮:০৯ পিএম

অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এতে বিভাগে যোগদান করে কার্যক্রমে অংশগ্রহণে তার আর বাধা থাকছে না।রবিবার (১১ আগস্ট)  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো। 

এ বিষয়ে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এদিকে নাসির উদ্দিনকে পুনরায় বিভাগে পুনর্বহাল করায় সমাজমাধ্যম ফেসবুকে আনন্দ প্রকাশ করে পোস্ট দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভায়ও যোগ দিয়েছিলেন তিনি।

২০১৬ সালে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেছিলেন। অধ্যাপক পদে আবেদনের শর্তানুসারে তার জমা দেওয়া দুটি আর্টিকেলের বিষয়ে জালিয়াতির অভিযোগে ২০১৮ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জনতে চেয়ে রুল জারি করেন। 

পরবর্তীতে ২০২৩ সালের ১৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা