বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৬:৫৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৭:২৪ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।
শিক্ষার্থীরা রবিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯টি দাবি নিয়ে আলোচনা করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।
ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের খবরে সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। শিক্ষার্থীরা মনে করছেন, এখন তারা নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। কোনো দলীয় কর্মসূচিতে যাওয়ার জন্য চাপ দেবে না কেউ।