× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় গাড়ি আটক করল জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৩:৫৬ পিএম

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় গাড়ি আটক করল জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি গাড়ি আটক করে নথিপত্র উদ্ধার করেছে সাধারণ  শিক্ষার্থীরা। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিল বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। ক্যাম্পাস থেকে গাড়িটি নিয়ে বের হলে শিক্ষার্থীরা পিছু নেয়। পরে নিম্নআদালতের সামনের এলাকায় এসে গাড়িটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যায় শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করছিলেন সমন্বয়করা। এরমধ্যে খবর আসে সাদা রঙের একটা মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর ওই মাইক্রবাসকে ধাওয়া করে শিক্ষার্থীরা। গাড়িটি নিম্নআদালত এলাকার সামনে পৌঁছালে শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হোন। পরে নথিপত্র উদ্ধার করে গাড়িসহ ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে সেসব নথি বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া হয়।

এরপর নথি নিয়ে পালানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সেই তালা খুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নথিপত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া আলোচিত শিক্ষক নাসির আহম্মেদ এর নথিপত্রও ছিল বলে জানান শিক্ষার্থীরা। যিনি হাইকোর্ট থেকে রায় পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের অপেক্ষায় আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় আমরা একটি মাইক্রোবাস আটক করি। পরে নথি উদ্ধার করে মাইক্রোবাসহ ক্যাম্পাসে নিয়ে এসেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেটা খুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা