প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
সর্বজনিন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ জুলাই সোমবার বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন মহলের বৈঠক থেকে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরদের বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি উপস্থাপন করেন। এসব দাবি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানা তিন ঘন্টার মতো যুক্তিতর্থ ও আলোচনা হয়। শেষমেশ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিম বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি দাবিগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে ধীরে ধীরে তা বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে বের হয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেছিলেন, ‘আমরা তিনটা দাবি নিয়ে সরকারের সঙ্গে বুঝাপড়ার চেষ্টা করেছি। প্রত্যয় স্কিমে শিক্ষকরা অর্ন্তভুক্ত থাকবেন না বলে উভয় মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি দাবিগুলোও যুক্তিযুক্ত বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে।’
গত ১ জুলাই থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানে যারা যোগদান করবেন প্রত্যয় স্কিমে প্রত্যয় পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে বলে জানায় সরকার। সরকারের এই সিদ্ধান্তে বেঁকে বসেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের দাবি, প্রত্যয় স্কিমে বিদ্যমান পেনশন থেকে সুযোগ-সুবিধা অনেক কম। এই স্কিম বাতিলের দাবিতে জুন থেকে আন্দোলন করতে শিক্ষকরা। এতে কোনো সুরাহা না হওয়ায় পহেলা জুলাইয় থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে, এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠকও হয়। কিন্তু সে বৈঠকে সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।