প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১১:৩০ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১২:৪৬ পিএম
দেশের জনপ্রিয় অনলাইন পাঠদান প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাত ১২টার দিকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে বন্ধের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বন্ধের ঘোষণায় বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো সচল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।
চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেন আয়মান সাদিক। এর পরিপ্রেক্ষিতে টেন মিনিট স্কুলের সঙ্গে সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে।