প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৭:২৮ পিএম
সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে আগামী বরিবার থেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি স্কুলগুলোও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, দেশের ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক গণশিক্ষা মন্ত্রাণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
তবে এই আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনা রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় পরিস্থিতির আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন।
কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৭ জুলাই ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়। পরিস্থিতির অবনিত হওয়ায় ২৪ জুলাই থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।