× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিতে নিহত শিক্ষার্থী মুগ্ধর বাসায় শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২১:০২ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২১:২৮ পিএম

গুলিতে নিহত শিক্ষার্থী মুগ্ধর বাসায় শিক্ষামন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাসায় গিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে মুগ্ধের বাসায় যান তিনি। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। মুগ্ধর পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় মোট কতজন শিক্ষার্থী মারা গেছেনÑ জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো সংখ্যাটা সংগ্রহের কাজ এখনও শেষ হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না। কেউ কেউ মারা গেছেন বলে চাউর হলেও দুদিন পরে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে, তারা বেঁচে আছেন।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা চাই খুব শিগগিরই আবার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক।’

গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গিয়ে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ। এর কিছুক্ষণ আগেও হাসিমুখে আন্দোলনকারী সহপাঠীদের হাতে পানি তুলে দিতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পানি ও বিস্কুট হাতে ছাত্রদের ডেকে ডেকে মুগ্ধ বলছেন, ‘পানি লাগবে কারও, পানি?’

মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তার জন্ম ঢাকায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে মুগ্ধ বিইউপিতে এমবিএ কোর্সে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি ফুটবলার, গায়ক, গিটারিস্ট ও সংগঠক হিসেবে বেশ সুনাম ছিল তার। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী-২০২৩-এর কনভেনর ছিলেন তিনি। ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন গুলিতে প্রাণ হারানো মুগ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা