× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবির প্রধান ফটকের নাম ‘শহীদ রুদ্র তোরণ’ রাখলেন আন্দোলনকারীরা

সিলেট অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:৫৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২০:১৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক। প্রবা ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক। প্রবা ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটককে ‘শহীদ রুদ্র তোরণ’ নামকরণ করলেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব এ ঘোষণা দেন।

এর আগে গত শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা।

রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলমান আন্দোলনে জীবন দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন, সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার, গণিত বিভাগের হাফিজুল ইসলামসহ ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী প্রধান ফটকে ‘শহীদ রুদ্র তোরণ’ লেখাসংবলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন। এ সময় তাদের কয়েকজন বক্তব্যও দেন।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘১৮ জুলাই দুপুরে রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। এ সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। সেখানেই প্রথমে আহত হন রুদ্র্র। এরপর বেলা তিনটার দিকে সুরমা এলাকায় পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহত হওয়ার কারণে রুদ্র সন্ধ্যায় নিরাপদ স্থানে সরে যেতে বের হলে তৃতীয়বারের মতো পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে। এ সময় জীবন বাঁচাতে খাল পার হতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় রুদ্রের।

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের কারণে রুদ্র সেন শহীদ হয়েছেন। আমরা তার নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ করেছি। কাগজের এই লেখা কেউ ছিঁড়ে ফেললে আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসব একই নাম। রুদ্র মরে গিয়েও আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যদি ছাত্রসমাজের ৯ দফা দাবি মেনে নেওয়া না হয়, আমরাও শহীদদের রক্তের ওপর দিয়ে কোনো সংলাপে যাব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা