× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৮:০১ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৯:০১ পিএম

নিহত শিক্ষার্থী আবু সাঈদ। ছবি : সংগৃহীত

নিহত শিক্ষার্থী আবু সাঈদ। ছবি : সংগৃহীত

 রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। এক দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছবি শেয়ার করেন তিনি। যাতে লেখা ছিল ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা যেন ছাত্রদের গায়ে না লেগে আমার আগে লাগে।’ পোস্টের পরের দিন মঙ্গলবারই কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত হন এ শিক্ষার্থী। 

পোস্টারের লেখাটি বাঙালি শিক্ষাবিদ ও অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন। 

মৃত্যুর আগের দিন শিক্ষকদের সভায় বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ শামসুজ্জোহা বলেন,‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা কোনো ছাত্রের গায়ে না লেগে যেন আমার গায়ে লাগে।’

আর এর ঠিক পরের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করতে এসে প্রধান ফটকের সামনে পাকিস্তানি বাহিনীর গুলিতে জীবন দিতে হয় তাকে।

আবু সাইদ তার পোস্টের ক্যাপশনে শহীদ শামসুজ্জোহার রেফারেন্স দিয়ে লিখেছিলেন- এই সময়ে আপনার খুব দরকার ছিল স্যার। অন্তত একজন ‘শামসুজ্জোহা’ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। 

আর দুজনেই চলে গেলেন একই পথে।

মঙ্গলবার দুপুরে রংপুরে  আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত  অন্তত ১৪ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা