কোটা সংস্কার আন্দোলন
সাভার প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৫:১৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৬:০৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে সাভারের বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহস্রাধিক শিক্ষার্থীকে বিক্ষোভ মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাভার মডেল কলেজ, বিপিএসিটি স্কুল অ্যান্ড কলেজ, বেপজা পাবলিক কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল, নিটার ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এর আগে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট ও নবীনগর ত্রিমোড় এলাকা অবোরধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা গেছে, আত্মরক্ষার্থে লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া সাভারের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ব্যানার ও পোস্টার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বহিরাগত সন্ত্রাসীরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এজন্য বিশ্ববিদ্যালয়ের সব গেট দখল করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিষা জামান ইকরা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন ছিল। আমাদের ভাইবোনের ওপর নির্মমভাবে হামলা করে আহত করা হয়েছে। সোমবার রাতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবোনদের মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা এর বিচার চাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘সবচেয়ে নিরাপদ ভিসি স্যারের বাসায় অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। সেখানে আমাদের ওপর হামলা হয়েছে, কয়েকজন আহত হয়েছে। আমরা তো মারামারি করতে আসিনি। এসেছি সমাধানের জন্য।’