বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৩:৫১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৫:৩০ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ওপর হামলার ভিন্ন এক প্রতিবাদ জানাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের কেউ মারধর করলে তাকে বিভাগীয় কার্যক্রম ও শ্রেণিকার্যক্রম থেকে বয়কটের ঘোষণা দিয়েছে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সমাজমাধ্যমে এসব ঘোষণা দিয়েছে হাবিপ্রবির শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন বিভাগভিত্তিক গ্রুপগুলোতেও এসব ঘোষণা দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান তার নিজের প্রোফাইলে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই-২২ ব্যাচের সব শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।’
তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষার্থী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাইবোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো প্রকার ক্লাস বা কোনো ধরনের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ইসিই-২২ ব্যাচ থেকে সামগ্রিকভাবে বর্জন করা হবে।’
হাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাদাত মোহাম্মদ সায়েম তার প্রোফাইলে লিখেছেন, ‘হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট-২০ ব্যাচের সব শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম। শিক্ষকরা তাদের আন্দোলন শেষ করে ক্লাসে ফিরলেও পরবর্তী কার্যদিবস থেকে ম্যানেজমেন্ট-২০ব্যাচের কেউ ক্লাসে ফিরবে না এবং ক্লাস-পরীক্ষাসহ কোনোরকম অ্যাকাডেমিক কার্যক্রমে ম্যানেজমেন্ট বিভাগ- ২০ ব্যাচ অংশ নেবে না।’
এ ছাড়া একই ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সঙ্গে ক্লাস-পরীক্ষাসহ কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চায় না বলেও জানিয়েছে।