বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৩:১০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৫:৩৪ পিএম
সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিরূপ পরিস্থিতি তৈরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টরের নির্দেশে শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রধান এ বাহনটি বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার একটি তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা নষ্ট করার জন্য একদল লোক শহর থেকে শাটল ট্রেনে করে চবিতে আসছে। এমন খবরে শাটল ট্রেন বন্ধ করে দিই। আজ সারা দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব। যদি শৃঙ্খলা বজায় থাকে তাহলে আগামীকাল (বুধবার) থেকে ট্রেন চলাচল করবে।
গতকাল সোমবার চবি ক্যাম্পাসে চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আড়াইটার ট্রেনটি আটকে দেয় এবং ট্রেন থেকে চট্টগ্রামে আন্দোলনের অন্যতম সমন্বয়ক তালহা মাহমুদ রাফিকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।