প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৪:৪৪ পিএম
কোটা সংস্কারের দাবিতে সিটি কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব অবরোধ করেছে। ছবি: আলী হোসেন মিন্টু
কোটা সংস্কারের এক দফা দাবিতে এবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা সড়ক অবরোধ করে কোটার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডায় সড়ক অবরোধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তার এক পাশ অবরোধ করে রাখে তারা।
এ ছাড়া মোহাম্মদপুর বেড়িবাঁধ অবরোধ করেছে ইউল্যাবসহ আশপাশের শিক্ষার্থীরা। উত্তরা জমজম মোড় অবরোধ করেছে আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুনবাজার অবরোধ করেছে বসুন্ধরা ও ভাটারা এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিরপুর-২-এর প্রধান সড়কে অবরোধ করে বিইউবিটির শিক্ষার্থীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর মহাখালী অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।