বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৪:৪৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৫:৫১ পিএম
রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো
কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্লকেড কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও কুমিল্লা সরকারি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রবিবার (১৪ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী কুমিল্লার সদরের পুলিশ লাইনস থেকে গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
এ সময় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এ স্মারকলিপি গ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান বলেন, ‘আমাদের দাবি ছিল জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা। আমাদের প্রধান দাবি ছিল সরকারি চাকরিতে সব ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা প্রত্যাহার করে প্রতিবন্ধী, উপজাতিদের জন্য ন্যূনতম একটা হার রেখে সংবিধানে আইন পাস এবং এ বিষয়ে জেলা প্রশাসক আমাদের আশ্বস্থ করেছেন।’
তা ছাড়া ওইদিন হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী এবং তাদের প্রতিনিধিরা আমাদের কাছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি আমি গ্রহণ করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা পৌঁছে দেব।’