× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিএসসির জন্য শহরে জায়গা চেয়ে ডিসিকে চিঠি দিলেন চবি কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৯:৪৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) স্থাপনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের নিকট জমি চেয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। গত ১ জুলাই ১৫ কাঠা জমি চেয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।

শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার নুর আহমদ বলেন, ‘জমি চেয়ে আমরা জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছি। চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রক্টর নিয়ে গিয়েছিলেন। জেলা প্রশাসক বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন।’

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর আহমদের সই করা ওই চিঠিতে বলা হয়, আপনি অবগত আছেন যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম উচ্চ শিক্ষার পীঠস্থান। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী, ৯৯৭ জন শিক্ষক এবং দুই হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তাদের মধ্যে ৮০ শতাংশ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম শহরে বাস করেন। কিন্তু পরিতাপের বিষয়, অন্য বিশ্ববিদ্যালয়ে টিএসসি সুবিধা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো টিএসসি সুবিধা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টির জন্য টিএসসি স্থাপন অপরিহার্য।

চিঠিতে আরও বলা হয়, চট্টগ্রাম শহরের কেন্দ্রে একটি টিএসসি স্থাপন করা শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। চট্টগ্রাম শহরে বসবাসরত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য এক সময় ভাড়া করা বাড়িতে চট্টগ্রাম শহরে একটি মেডিকেল সেন্টার চালু ছিল। কিন্তু জায়গার অভাবে বর্তমানে শহরে বসবাসরত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। তাছাড়া প্রতিদিন চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে আনা নেওয়ার জন্য বিভিন্ন রুটে প্রায় অর্ধ-শতাধিক গাড়ি ক্যাম্পাস থেকে শহরে কমপক্ষে চার বার আসা-যাওয়া করতে হয়। চট্টগ্রাম শহরে একটি গাড়ি পার্কিং স্থান থাকলে এই খাতে বিপুল পরিমাণ জ্বালানি খরচ সাশ্রয় করা সম্ভব।

এমতাবস্থায়, চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসির আওতায় শিক্ষক ক্লাব, অতিথি কক্ষ, কনফারেন্স কক্ষ, লাইব্রেরি, সাংস্কৃতিক কেন্দ্র, মেডিকেল সেন্টার এবং গাড়ি পার্কিং স্থান প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তত পনের কাঠা জমি বরাদ্দ প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি একটি টিএসসি। টিএসসি বাস্তবায়ন হলে এটি শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হবে। ডিসি মহোদয় নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। এটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি। জেলা প্রশাসক মহোদয় আমার সামনেই চিঠিটি উনার এডিসি এবং এসিল্যান্ডের কাছে চিঠির কপি হস্তান্তর করেছে। শিক্ষক-শিক্ষার্থী সবার যাতায়াতের সুবিধা হয় এমন জায়গা পাওয়া যায় কি না সেটা চেষ্টা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা