× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৩:৩০ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৫:১৩ পিএম

৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের র‍্যালি। প্রবা ফটো

৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের র‍্যালি। প্রবা ফটো

বর্ণাঢ্য নানা আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ট্রাংক রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ইউনিভার্সিটি ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেনী ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ ছাড়া আরও ছিলেন ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি শাহিদ রেজা শিমুল, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এএসএম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য মেহেরাজুল করিম মানিক, ফেনী ইউনিভার্সিটি পরীক্ষার নিয়ন্ত্রক মো. হারুন আল রশিদ।

আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সাজেন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নুসরাত শারমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, ব্যবসা প্রশাসন অনুষদের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিএসই ২৮ ব্যাচের অনিন্দিতা সাহা, বিবিএ ২৬ ব্যাচের ইসরাত জাহান, এলএলবি ২৫ ব্যাচের সৈকত হোসেন সজীব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘এক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে ছিল। বর্তমানে তারা তাদের যোগ্যতায় ইউনিভার্সিটিগুলোতে ভালো পড়াশোনার কারণে বিসিএস, মেডিকেলসহ সব চাকরিতেই তাদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের যোগ্যতা দিয়ে অবস্থান তৈরি করে নিচ্ছে। এতে উচ্চশিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীরা বিদেশ গিয়ে পড়ালেখার যে প্রবণতা ছিল সেটা অনেক কমে গেছে। দেশ থেকেই এখন তারা শিক্ষা গ্রহণ করতে পারছে।’

তিনি আরও বলেন, ‘৯ বছরের ফেনী ইউনিভার্সিটিও তার অবস্থান তৈরি করে নিয়েছে। ফেনী ইউনিভার্সিটি সমৃদ্ধ হলে এখানকার শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে। আর শিক্ষার্থীরা সমৃদ্ধ হলে ফেনী সমৃদ্ধ হবে। ফেনী ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে সবাই একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’

বিকালে স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা