বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৭:৪৭ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৮:১৬ পিএম
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ করার খবর পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কিছুক্ষণ পর তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে আগারগাঁও সড়ক দখলে নেয়।