কোটা আন্দোলন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৭:৪০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে অগ্রসর হতে থাকে। প্রবা ফটো
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল নিয়ে বের হয়ে মূল ফটকে তালা দেখে শিক্ষার্থীরা। এ সময় তালা ভেঙে ফেলেন তারা। পরে মিছিলটি জিরো পয়েন্টের দিকে অগ্রসর হতে থাকলে শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতীবাজার মোড়ে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাদের ক্যাম্পাস থেকে বের না হতে অনুরোধ করা হয়। কলা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে ফটক তালাবদ্ধ দেখেন তারা।