বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৫:০৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৫:৫৭ পিএম
রাজশাহী-ঢাকা মহাসড়কের চৌদ্দপাই এলাকার বাইপাস অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। প্রবা ফটো
কোটা নিয়ে হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থিতাবস্থার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়কের চৌদ্দপাই এলাকার বাইপাস অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিহাস বাইপাসে অবস্থান নেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় রাবি প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পর সেখানে রুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেয়। এর মধ্যে হাইকোর্টের রায় এক মাসের স্থিতাবস্থার খবর পেয়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিহাস বাইপাস অবরোধ করেন।
এ সময় তারা ‘দেশটা নয় পাকিস্তান কোটার হবে অবসান’, ‘কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই’, ‘নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সারা বাংলাদেশের শিক্ষার্থীর প্রাণের দাবি এটি। আজকের হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করে তারা বুঝাতে চান আমরা যেন আন্দোলন না থামাই। আমাদের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।