চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৪:৪১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৪:৪২ পিএম
কোটা বাতিলের এক দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধের অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) সকালে নগরীর দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে শিক্ষার্থীরা অবস্থান নেন। এরপর দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা নগরীর টাইগারপাস মোড়ে অবস্থান নিয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকালে দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে রেলপথ অবরোধ করায় নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ও ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন। তবে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান করা থেকে সরে দাঁড়িয়েছে। রেললাইন ছেড়ে দুপুর ১টায় টাইগারপাস মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যানার হাতে সড়কের মাঝে বসে অবস্থান করছেন। যে কারণে জিইসি টু আগ্রাবাদ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সূর্যাস্ত পর্যন্ত চলবে।